জীবন আজ মূল্যহীন
- আবু রায়হান মিছবাহ ০৭-০৫-২০২৪

জীবন মানে স্বপ্ন দেখা,
জীবন খাতায় কিছু ছবি আঁকা।
কিছু স্বপ্ন সত্যি হলেও,
অনেক চাওয়া যায়না পাওয়া।

জীবন নিয়ে ভাবে কমই মানুষ,
তাই যখন যা মন চায় উড়ায় ফানুস।
জীবনের চেয়ে আজ কর্ম দামি,
তাই মানবতা অধিকারে সবাই খামুশ।

আজ জীবনের মূল্য দেয়না কেহ,
তাই অমূল্য জিনিষেও লুটায় দেহ।
দেহের সুখি যদি জীবন হতো,
তবে মানুষের চেয়ে দামি মশার দেহ।

আজ জীবনের ডাক ওঠে সার্টিফিকেটে,
তাই মূর্খের নামও ওঠে হল-টিকেটে।
সততার শিক্ষা নেয় না মানুষ,
তাই চোখ চলে যায় অন্যের পকেটে।

অধিকার আদায়ে একে-অপরে আজ দন্দ,
অন্যের ক্ষতি দেখে না স্বার্থ-লোভে চোখ অন্ধ। জীবনের বিনিময়ে দামি যদি হতে হয়,
তবে মানুযের চেয়ে পশু হবে কেন মন্দ!

আজ মিথ্যার কাছে হেরে যায় সব সত্য,
টাকায় মাথা নড়ে মুক্তি পায় সব দৈত্য।
জীবনের চেয়ে আজ ক্ষমতা বড়,
তাই জীবন হত্যায় হয়েছে সবে আজ ঐক্য।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।